Ruposhi tiles
এখানে অত্যান্ত সুলভ মূল্যে দেশী ও বিদেশি উন্নতমানের টাইলস ও স্যানেটারী মালামাল পাওয়া যায়।
Wednesday, October 21, 2020
Tuesday, October 20, 2020
সাত মাস পর কাবাশরিফ নামাজের জন্য উন্মুক্ত
করোনার কারণে সাত মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে গতকাল রবিবার মক্কার মসজিদুল হারামে ফের শুরু হয়েছে নামাজ —সৌদি প্রেস এজেন্সি
সাত মাস পর অবশেষে মক্কার পবিত্র মসজিদুল হারামে সাধারণ মুসল্লিদের নামাজ আদায়ের অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। গতকাল রবিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ ঘোষণা দেওয়া হয়।
করোনা ভাইরাসের কারণে সাত মাস বন্ধ থাকার পর গতকাল ফজরের নামাজের মধ্য দিয়ে সাধারণ মুসল্লিদের নামাজ আদায় শুরু হয়। তবে শুধু সৌদি আরবের নাগরিক ও দেশটিতে বসবাসরত ব্যক্তিরাই এখন থেকে পবিত্রতম এ মসজিদে নামাজ আদায় করতে পারবেন বলে জানানো হয়েছে।
করোনা পরিস্থিতির কারণে সাত মাস মসজিদুল হারামে মুসল্লিদের জন্য নামাজ আদায়ের অনুমতি ছিল না। সাত মাস পর চলতি মাসের শুরুর দিকে স্থানীয়দের পবিত্র উমরাহ পালনের অনুমতি দেওয়া হয়।
Monday, October 19, 2020
Subscribe to:
Posts (Atom)
ঘর সাজান ডিজিটাল চায়না টাইলস দিয়ে।
রূপসী টাইলস এন্ড স্যানেটারী, বাংলা মোটর হ্যাপীরহমান নিচতলা সপ নং ৫২/৫৩

-
রূপসী টাইলস এন্ড স্যানেটারী, বাংলা মোটর হ্যাপীরহমান নিচতলা সপ নং ৫২/৫৩
-
করোনার কারণে সাত মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে গতকাল রবিবার মক্কার মসজিদুল হারামে ফের শুরু হয়েছে নামাজ —সৌদি প্রেস এজেন্সি সাত ম...